১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সোমালিয়ার সমুদ্র সৈকতে আত্মঘাতী হামলা, নিহত ৩২

প্রতিদিনের ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, দেশটির পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, হামলায় ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় গণমাধ্যম বলছে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের এই হামলা চালিয়েছে। দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে আল-শাবাব। গোষ্ঠীটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি বলেন, ‘বিস্ফোরণের পর যখন গোলাগুলির খবর আসে তখন সবাই আতঙ্কে ছিল। আমি সৈকতে অনেক লাশ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।’ তিনি জানান, অন্তত পাঁচজন এই হামলার জন্য দায়ী। একজন হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন এবং অন্য তিনজন নিহত হয়েছেন। এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়