১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শহীদ মিনারের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনকারীরা শহীদ মিনার অভিমুখে রওনা হয়েছেন। বেলা ৩টায় শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচিতে বাস্তবায়ন করতে যাচ্ছেন তারা।বেলা আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে তারা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা করেন। এর আগে শনিবার (৩ আগস্ট) দুপুর দুপুর সাড়ে ১২টা থেকে এখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।এসময় বিপুল সংখ্যক পুলিশ নিউমার্কেট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে উপস্থিত থাকলেও তারা শিক্ষার্থীদের কোনও বাধা দেয়নি। তবে শিক্ষার্থীদের মিছিল থেকে পুলিশকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও পুলিশের দিকে কয়েকটি বোতল নিক্ষেপ করতেও দেখা যায়।সায়েন্সল্যাব সাজ্জাদ ৩প্রায় দুই ঘণ্টা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা এর আগে গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহামুদ এক অনলাইন বার্তায় শনিবার বিকাল ৩টায় আন্দোলনরত ছাত্র-জনতাকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান।বেলা আড়াইটার দিকে ধানমন্ডি, রবীন্দ্র সরোবর, প্রেস ক্লাব, পল্টন, বাড্ডা এলাকা থেকে দলে দলে আন্দোলনকারী শহীদ মিনারের উদ্দেশে রওনা দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়