১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুলিয়ায় মাছের ঘেরে লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা উপজেলার কুলিয়ায় মাছের ঘেরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায় কুলিয়ার হিরারচকে লবনবনের শাহিন সরদার ও তার ভাই আজমুল হুদার ঘেরের বাসা আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী শাহিন সরদার জানান, আমি পুষ্পকাটি গ্রামের নজিরউদ্দিন সরদারের পুত্র। আমি এবং আমার ভাই আজমুল হুদা আমাদের পৈত্রিক সম্পত্তির জমি হিরারচকের নলবনের ৪০ বিঘা ঘের দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছি। গত রবিবার (১১আগষ্ট) আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা মধ্য কাটিয়ার বিএনপি নেতা আসাদুল ইসলাম ওরফে আসাদ ঢালি ও নাজমুল হুদা তুহিনসহ ১৫থেকে২০জন সন্ত্রাসী নিয়ে আমাদের ৪০বিঘা জমির মাছের প্রজেক্ট যেটা তারকাটা দিয়ে ঘেরা সেটির বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ঘেরের মাছ লুটপাট করে নিয়ে যায়। এবিষয়ে শাহিন সরদার ও তার ভাই আজমুল হুদা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে আসাদের সাথে যোগাযোগ করতে গেলে তার নাম্বারটি বন্ধ দেখায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়