১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত সাংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. এম মনিরুজ্জামান।  বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে বারোটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভা হয়।বিএনপি নেতা ড. এম মনিরুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে সব সাংবাদিক ভাইদের উচিত হবে সত্য সংবাদ প্রচার করে জাতির সামনে তুলে ধরা। তিনি বলেন, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বিএনপির নামে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না।বিএনপির এ নেতা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাদের ওপর যে কোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর ও কালিগঞ্জ বাসীকে সচেতন থাকতে হবে।সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, বিএনপি নেতা জি এম আবু ইউসুফ, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান গাজী, সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, যুগ্ন আহবায়ক রেজাউল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়