১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর বাউলিয়া সংঘের সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক॥
যশোর বাউলিয়া সংঘের আয়োজনে ও জনউদ্যোগ, যশোরের সহযোগিতায় আজ ১৬ আগস্ট শুক্রবার শহরের বকুলতলায় এসো জীবনের গান গায়, এসো সাম্যের গান গায়-এই প্রতিপাদ্য ধারণ করে শান্তি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। শান্তি সম্প্রীতি সমাবেশ জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। জনউদ্যোগ যশোরের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক রুকুনউদ্দৌল্লাহ, সিপিবি জেলা সভাপতি এ্যাড. আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান ও জাহাঙ্গীর মান্নু প্রমুখ। সম্প্রীতি সমাবেশ শেষে বাউল সম্প্রদায়ের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়