১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে জামায়াতের কর্মী হত্যার ঘটনায় ২০০ জনের নামে মামলা

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াতে কর্মী ঝিনাইদহ ছিদ্দিকীয়া কমিল মাদ্রাসার আরবি প্রভাষক ও ঝিনাইদহ সদর হাসপাতালের পেশ ইমাম আব্দুস ছালাম হত্যা ঘটনায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের শ্বশুর মোঃ- আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করে। মামলা নাম্বার ঝিনাইদহ জি আর ৩০/২৪ মামলায় ঝিনাইদহ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকি সমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারের কটুক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখের ব্যানারে শুক্রবার বিক্ষোভ মিছিল বের করলে তাদের উপর ঝিনাইদহ হাটের রাস্তায় অতর্কিত হামলা করা হয়। হামলা চালিয়ে জামায়াতে ইসলাম কর্মী ও মাদ্রাসা প্রভাষক ও ইমাম আব্দুস ছালামকে পিটিয়ে , এক ইটের পর মাথা রেখে আরেক ইট দিয়ে মাথা থেতলিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।তৎকালীন সময়ে আঃ সালামের পরিবার কোন প্রকার মামলা করতে সাহন পারেনি এবং দ্রুত আঃ সালামের লাশ ঝিনাইদহ থেকে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। এমন কি তাকে ঝিনাইদহে জানাজা করতে দেয়া হয়নি। ঐ সময় অনেকে বলে ছিলো আঃ সালামের স্ত্রী কে ঝিনাইদহ ছিদ্দিকীয়া কামিল মাদরাসায় চাকুরী দেয়ার জন্য কিন্ত তার স্ত্রী জামাত করার কারনে চাকরিটা দেয়া হয়নি। তখন থেকে আঃ সালামের দুই ছেলে ও স্ত্রী মানবেতর জীবনযাপন করছে। জীবনের ভয়ে মুখ খুলতে পারেনি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়