রেজাউল করিম, লোহাগড়া
লোহাগড়ার ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ এলাকাবাসী। গত শুক্রবার সকালে ইতনা চৌরাস্তায় এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রইচউদ্দিন পলু, সাবেক সহ সভাপতি রুবেল শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুলাহ আল মামুন হিরো, আনিচুর রহমান জনি , যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম ,বাবুল শেখ প্রমুখ। বক্তারা বলেন ,আওয়ামী লীগ সরকার পতনের পর ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ পলাশ আলী ও তার সহযোগী মাসুম শেখ, মান্না শেখ, আলমগীর শেখ,তাহের সরদার,সুলতান সরদার এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা, গাছ কাটাসহ বিভিন্ন অপকর্ম করছে। এ ঘটনায় ইতনা ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি চরম আকারে ক্ষুন্ন হচ্ছে। এ কারণে ইউনিয়ন বিএনপির লোকজন পলাশ আলীর পদত্যাগ ও দল থেকে বহিষ্কার দাবি জানায়।এ ব্যাপারে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করেন।

