প্রতিদিনের ডেস্ক॥
এ কে এম মতিউর রহমানকে নৌসচিব নিয়োগ দেওয়ার দুদিন পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অতিরিক্ত সচিব মতিউর রহমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সচিব পদে পদোন্নতির পর তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
তবে তাকে কী কারণে ওএসডি করা হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

