১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির সভাপতির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা ইউনিটির অফিসে আসেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্থফা মোড়ল, যুগ্ন আহবায়ক এ্যাড সাইফ সুমন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মেছের আলী, যুবদল নেতা মোহর আলী প্রমুখ। এসময় উদ্ধত পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। দলমতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা। এসময় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, আসাদুল ইসলাম, জিয়াউদ্দিন নায়েব। এসময় উপস্থিত ছিলেন কোষাদক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, শাফিয়ার রহমান, কাজি সোহাগ, মাহজারুল ইসলাম মিথুন প্রমুখ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়