প্রতিদিনের ডেস্ক॥
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে না হাঁটতেই আরেকটি ভালো খবর নিয়ে হাজির মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’। সিনেমাটিতে যুক্ত হলো আরও এক মর্যাদার পালক। এশিয়ার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫তম আসরে ‘প্রিয় মালতী’ পেয়েছে অফিসিয়াল সিলেকশন। অর্থাৎ, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি।

