প্রতিদিনের ডেস্ক॥
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। যদিও সিনেমার কাজ এখনো শুরু করেননি তিনি। তবে ফটোশুট ও বিভিন্ন ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। এদিকে বর্তমানে তিনি অপেক্ষায় রয়েছেন। অপেক্ষাটা নতুন সিনেমার শুটিংয়ের। এরইমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়ে আছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। সুমন ধর পরিচালিত এ সিনেমাটি বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হবে। মাকে দেখতে যাওয়ার পথে কয়েকজন পুলিশ সদস্য কিশোরী ইয়াসমিনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে। এরপর তারা ইয়াসমিনের মরদেহ দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে চলে যায়। পরদিন ঘটনা জানাজানি হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা দিনাজপুর শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে ফেটে পড়েন দিনাজপুরের সর্বস্তরের মানুষ। সেসময় শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ফলে সামু, কাদের ও সিরাজসহ নাম না জানা ৭ জন নিহত হন। আহত হয় ৩০০’র বেশি মানুষ। এমন ঘটনা দেখা যাবে ‘আমি ইয়াসমিন বলছি’ শিরোনামের সিনেমায়। মিম বলেন, সত্য ঘটনা নিয়ে নির্মিত ছবির প্রতি একটা আলাদা আগ্রহ থাকে সবারই। একজন অভিনেত্রী হিসেবে আমারও সেটা রয়েছে। ঘটনাটি আমি বারবার শুনেছি, পড়েছি। ইয়াসমিন চরিত্রের জন্য তৈরি হচ্ছি। অপেক্ষায় আছি শুটিংয়ের। নির্মাতা জানিয়েছেন, দ্রুতই ছবিটির কাজ শুরু হবে।

