প্রতিদিনের ডেস্ক:
চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর ইউরোপীয় ইউনিয়ন ইইউ’ র আরোপিত শুল্ক ইস্যুতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসের কাছে সহায়তা চাইলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে এই আশা ব্যক্ত করেন তিনি। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।বৈঠকে শি বলেন, জার্মানির সঙ্গে শক্তিশালী ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত চীন। চীনা ইভির ওপর শুল্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি বেইজিং ও জোটের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।একটি বিবৃতিতে জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, শলৎস ও শির বৈঠকটি ৩০ মিনিট স্থায়ী হয়েছিল। বৈঠকে তারা ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে শলৎস ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে ১১ হাজার উত্তর কোরীয় সেনার অংশগ্রহণ নিয়ে উদ্বেগও জানিয়েছেন।সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলাপ করেন শলৎস। সেটি ‘উদ্বেগজনক’ ছিল বলেও বৈঠকে উল্লেখ করেছিলেন তিনি।বর্তমানে দক্ষিণ আমেরিকা সফরে রয়েছেন শি। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন তিনি। সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে তার বৈঠকের করার কথা রয়েছে। বৈঠকে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবেন তারা।

