১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পথ হারানো শ্রীলঙ্কাকে পেছনে বসিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

প্রতিদিনের ডেস্ক॥
গেবেখা টেস্টে ৩ উইকেটে ২৪২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকাকে বড় লিড দেওয়ার। কিন্তু নতুন দিনে পথ হারিয়ে বাকি ৭ উইকেটে সফরকারীরা খেলতে পারে এক সেশনের কিছু বেশি সময়। মধ্যাহ্নবিরতির পর মাত্র ৫.২ ওভার ব্যাটিং করতে পেরেছে শ্রীলঙ্কা; অলআউট হয়ে গেছে ৩২৮ রানে। লঙ্কানরা খেই হারানোয় প্রথম ইনিংসে ৩৫৮ রান করা দক্ষিণ আফ্রিকা উল্টো লিড পেয়ে যায় ৩০ রানের। দুই ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা শ্রীলঙ্কাকে লিড থেকে বঞ্চিত করার নায়ক দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। আগের দিন দিনেশ চান্ডিমালের উইকেট নেওয়া প্যাটারসন তৃতীয় দিনে শিকার করেছেন আরও ৪ উইকেট। টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন ৩৫ বছর বয়সী পেসার। ফাইফার পূর্ণ করার ইনিংসে তিনি খরচা করেন ৭১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের ফিফটি আর টেম্বা বাভুমা ও ত্রিস্টান স্টাবসের ৮২ রানে অবিচ্ছিন্ন জুটিতে চালকের আসনে বসেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৯১ রান। স্বাগতিকদের লিড এখন ২২১ রানের। বাভুমা ৪৮ ও ত্রিস্টান অপরাজিত আছেন ৩৬ রানে। ওপেনার টনি ডি জর্জি ৩৮ বলে ১৯, মার্করাম ৭৫ বলে ৫৫, রায়াল রিকেল্টন ৪৫ বলে ২৪ রান করেন। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাথুম নিশাঙ্কা ১৫৭ বলে ৮৯, কামিন্দু মেন্ডিস ৯২ বলে ৪৮, দিনেশ চান্দিমাল ৯৭ বলে ৪৪, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৯০ বলে ৪৪, প্রবাত জয়সুরিয়া ৩২ বলে ২৪ ও কুশল মেন্ডিস ২৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়