প্রতিদিনের ডেস্ক
বলিউডে ক্যামেরার পেছনে দীর্ঘদিন কাজ করার পর ভূমি পেডনেকর অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সহকারী পরিচালক হিসেবে ৬ বছর কাজ করেছিলেন যশরাজ ফিল্মসে। ছবির জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের দায়িত্ব ছিল তার ওপর। সেটা করতে গিয়ে নিজেই নায়িকা হয়ে গেলেন ভূমি। তবে এই অভিনেত্রীকে এক সময় যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেননি ভূমি। সম্প্রতি সেই দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। সেই সময় ভূমির বয়স ১৪। সদ্য কৈশোরে পা রেখেছেন। পরিবারের সঙ্গে গিয়েছিলেন এক মেলায় ঘুরতে।
সেখানেই প্রকাশ্যে হেনস্তার শিকার হতে হয় তাকে। ভূমি বলেন, পরিবারের সবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছি। ভিড়ের মধ্যে আমার শরীরে আপত্তিকরভাবে কেউ হাত দেয়, চিমটি কাটে, বারবার ছুঁতে থাকে আমাকে। কিন্তু পিছনে ফিরে যতবার তাকাচ্ছি, কে যে করছে, বুঝতে পারছিলাম না। ক্রমাগত সেই ব্যক্তি ছুঁতে থাকে আমাকে। ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়েছিলাম। ওই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো। আজও ভুলতে পারিনি। প্রসঙ্গত, গেল বছরই মুক্তি পেয়েছিল ভূমির দুই ছবি ‘দ্য লেডি কিলার’ ও ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। তবে একটাও ব্যবসা সফল হয়নি। খুব শিগগিই নেটফ্লিক্সে আসছে তার ছবি ‘ভক্ষক’। সেখানে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। ট্রেলার দেখে ‘ভক্ষক’-এর প্রশংসা করছেন খোদ শাহরুখ খান। ছবিটির প্রযোজক গৌরী খান।

