১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সম্প্রীতির দেশ গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে : অপর্ণা রায়

নিজস্ব সংবাদদাতা॥
বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জলশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন, ‘অনেক অত্যাচার হয়েছে, অনেক লুটপাট হয়েছে। অনেক অর্থ পাচার হয়েছে। আর নয়। এবার দেশ গড়ার পালা। সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
আজ শুক্রবার নড়াইল জেলার নিশিনাথ তলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের নড়াইল জেলা সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সুরঞ্জন ঘোষ, দুলাল সাহা, সুভাষ চন্দ্র দাস, মানিক লাল ঘোষ, জয়দেব জয়, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক জজ, পূজা ফ্রন্টের সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ বক্তব্য রাখেন।
অপর্ণা রায় বলেন, ‘কারো প্ররোচনায় বা কারো পাতা ফাঁদে পা না দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আগামী দিনে আমাদেরকে এ দেশ গড়তে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময়ই একটা কথা বলে থাকেন। সেটি হলো- কখনোই সংখ্যায় কম- ধর্মের লোকেরা সংখ্যালঘু নয়। এদেশে সবারই সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়