১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী অসুস্থ

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠিরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে।অসুস্থরা হলো, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)।শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ পূর্লাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চলবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে অসুস্থ ২ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়