১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঈগল প্রতীকে উজ্জীবিত নেতাকর্মীসহ সাধারণ মানুষেরা

মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী প্রতিদিন গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। যার কারণে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষেরা দিন দিন উজ্জীবিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এস এম ইয়াকুব আলীর অনুসারীরা কেউ বসে নেই। ঈগল প্রতীকে ভোট চেয়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীদের সাথে পৌর শহরে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এস এম ইয়াকুব আলী। অপরদিকে, একইদিনে বিকেলে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমার নির্বাচনী প্রতীক ঈগল। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই। তিনি আরো বলেন, জনগণ পরিবর্তন চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আর জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে আমার ঈগল প্রতীকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, বাবুল আক্তার বাবল, সুব্রুত ব্যানার্জী, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, এস এম ইয়াকুব আলীর ভাই কবি ও লেখক অলিয়ার রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভা শেষে ঈগল মার্কার বিশাল মিছিল চিনাটোলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়