কুষ্টিয়া প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুরের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাত বোমা বিস্ফোরিত হয়েছে। আতঙ্ক ছড়ানোর জন্যে দুর্বৃত্তরা এটি নিক্ষেপ করেছে বলে পুলিশ ধারণা করছে। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নারী আসনের এমপি সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর উপজেলার নতুন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাত বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এটি হলো তা এখনো জানা যায়নি। আতঙ্ক ছড়ানোর জন্যে দুর্বৃত্তরা এটি নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।