১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহ-৩ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ নবী নেওয়াজ শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন। মঙ্গলবার সকালে মহেশপুর বাসস্টান্ডে তার অফিসের নিচে সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সংবাদ সম্মেলনে তার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশকে সম্মত রাখতেই আমার এ পদক্ষেপ। আমি ছাত্র জীবনে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলাম বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে। তার আর্দশ ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অনুসরণই আমার রাজনৈতিক পরিচয়। তিনি আরো বলেন, কখনই কোন প্ররোচনায় লোভে বশবতী হয়ে নৌকার বিপক্ষে যাইনি। আমার আর্দশের বিরুদ্ধে কোন সমঝোতা করিনি, করবোও না। এবারও তার ব্যতিক্রম হবে না। সব সময় নৌকার সর্মথনে ছিলাম, আজীবন থাকবো। বিগত নির্বাচনগুলোতে আমার নৌকার প্রতি আমার আনুগত্যের প্রমাণ পেয়েছেন। কিন্তু গত ১৭ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র প্র্যাহারের শেষ দিন। কিছু অনাকাঙ্খিত জটিলতার কারনে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারিনি। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে বলে আসছি, নৌকার মনোনয়ন যিনি পাবেন নৌকার স্বার্থে অবশ্যই তার পক্ষে থাকবো। আমি নৌকার পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে এ মুহুর্ত থেকে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিচ্ছি। এসময় তার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, নৌকার প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী, মহেশপুর উপজেলা আওয়মী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলাতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়