এসকে সুজয়, নড়াইল
নড়াইল সদর থানার মাইজাপাড়া এলাকা থেকে মোঃ জসিম লস্কর (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিম সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ মতিয়ার লস্করের ছেলে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘চুরি মামলায় ১ বছর এবং পারিবারিক আদালতের মামলায় ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাাপ্ত আসামি মোঃ জসিম লস্করকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’