ড. ইউনূসের রায় নিয়ে বিদেশিরা না জেনে সমালোচনা করছেন: অ্যাটর্নি জেনারেল

0
32

প্রতিদিনের ডেস্ক
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আদালতের বিচারক নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মামলায় রায় দিয়েছেন দাবি করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘বিদেশিদের আমাদের দেশের শ্রম আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এ কারণে তারা রায় নিয়ে সমালোচনা করছেন।’ মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হতো না। সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূস সেই দাবিই করেছেন। বরং তিনি যদি নিজের দোষ স্বীকার করতেন, সেটাই ব্যতিক্রম হতো।’
এর আগে গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ অন্য আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here