১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় নির্মানাধীন পিচের রাস্তায় নিম্মমানের ইট-খোয়া বন্ধে ইউএনও দপ্তরে অভিযোগ

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
খুলনার পাইকগাছায় একটি নির্মাণাধীন পিচের রাস্তায় নিম্মমানের ইট,খোয়া ও বালি ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে। অভিযোগে প্রকাশ,উপজেলার ঘোষাল-মটবাটী গ্রামের ভেতরে এক কিলোমিটার পিচের রাস্তায় প্রাথমিক কাজ শুরু হয়। এক বছরের অধিক সময় চলে গেলেও কাজ শেষ হয়নি। রাস্তা খুঁড়ে রাখার ৮ মাস পরে তাতে কাঁদা মিশ্রিত বালি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি রাস্তায় ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের ইটের খোয়া। সিডিউল অনুযায়ী কাজ করতে বললেও কাজে নিয়োজিত দায়িত্বরতরা কোন গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো কাজ করছে বলে স্থানীয় ফারুখ হোসেন জানান । একারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারে দপ্তরে বুধবার সকালে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবী নিম্মমানের ইট সামগ্রীর পরিবর্তে সিডিউল মোতাবেক মালমাল ব্যবহার করা হোক। এব্যারে ঠিকাদার আছমত আলীর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তা রিসিভ না করে পরে তা বন্ধ করে রাখায় তার মতামত প্রকাশ করা গেলনা। উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান কাজটা সাবলীজে অন্য কেউ করছেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়েছেন বলে জানান। তাবে তিনি বলে যিনিই কাজ করেন না কেন তা সঠিক ভাবে করতে হবে। নয়-ছয় করে কোন কাজ করা যাবেনা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়