প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন বছরে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে ভিভো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের আওতায় ভিভোর নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে আরেকটি জিতে নেয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
নিউ ইয়ার সারপ্রাইজ ক্যাম্পেইনে ভি২৯, ভি২৯ই, ওয়াই৩৬, ওয়াই২৭এস, ওয়াই১৭এস, ওয়াই০২টি স্মার্টফোনগুলোতে এ বিশেষ অফার পাওয়া যাবে।
ছয়টি স্মার্টফোন কিনলেই সুযোগ থাকছে লাকি ড্রতে অংশগ্রহণের। লাকি ড্রতে অংশ নিলেই থাকছে নেক ব্যান্ড, জ্যাকেট, মোবাইল রিচার্জসহ ডাটা বান্ডেলসহ বিশেষ পুরষ্কার।
ভোক্তা বা গ্রাহকদের জন্য বেস্ট উইশ ক্যাম্পেইনও শুরু করেছে ভিভো। এ ক্যাম্পেইনে অংশ নিতে ভক্তদের ভিভোর যেকোনো ব্র্যান্ডশপে যেতে হবে। সেখানে নতুন বছরে নিজের অনুভূতি কিংবা শুভেচ্ছা বার্তা লিখে বিশেষ উপহার জিতে নেয়া যাবে। এছাড়া মাত্র ৯৯ টাকায় মেম্বারশিপ অফারের দারুণ সুযোগ দিচ্ছে প্রযুক্তি কোম্পানিটি। মেম্বারশিপ কার্ডে গ্রাহক বা ভক্তরা পেয়ে যাবেন লাইফটাইম সেবা। নতুন বছর উপলক্ষে এ মেম্বারশিপ প্রোগ্রামে মিলবে স্পেশাল অফারও। প্রতিটি ভিভো পণ্য কিনলেই মেম্বারশিপ কার্ডে জমা হবে পয়েন্ট। আর এ পয়েন্ট ব্যবহার করা যাবে ভিভোর যেকোনো স্মার্টফোন কিংবা এক্সেসরিজ কেনার ক্ষেত্রে।— বিজ্ঞপ্তি