২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মহেশপুর-কোটচাঁদপুরকে উন্নয়নের রোল মডেল করতে চাই- মে. জে. (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী

মহেশপুর প্রতিনিধি

আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে ভোট দেন আমি এলাকার উন্নয়ন এনে দেব, আপনারা যদি আমাকে সুযোগ করে দিতে পারেন তাহলে আমি মহেশপুর-কোটচাঁদপুরকে নতুন করে গড়বো। সেই সাথে এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করবো। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মহেশপুর হাইস্কুল মাঠের আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, সাবেক সংসদ সদস্য খালেদা খানম,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরীফুন্নেছা মিকি, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা টিটোন মিয়া, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিটু, কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম,নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল হক মৃধা,এস বিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান , মান্দারবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষক লীগের সাবেক সভাপতি আমিনুর রহমান,ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, পান্তাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন,শ্যামকুড় ইউনিয়নে চেয়ারম্যান জামিরুল ইসলাম,বাশবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা জিন্টু,আজমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়