উৎপল মণ্ডল, শ্যামনগর
খুলনা পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের সদস্য কতৃক ৩ জানুয়ারী (বুধবার) সুন্দরবনে টহল কালে টেকের খালে অভিযান চালিয়ে ফাঁদে আটক মৃত হরিণ সহ ৬ বস্তা হরিণ মারার ফাঁদ উদ্ধার করেন। এরপর সুন্দরবনে গাছের ফাকে হরিণ আটকের লাইলনের ফাঁদ আনুমানিক ৩ শতাধিক লাইলোনের ফাঁদ (৬ বস্তা) উদ্ধার করে স্টেশনে নিয়ে আসেন। তবে এ সময় কোন হরিণ শিকারীদের দেখতে পাননি। অভিযানের নেতৃত্ব দেন কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন।