১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় আগুনে ‘দেড়কোটি টাকার’ পাটকাঠি পুড়ে ছাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে পাটকাঠির গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দেড়কোটি টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আসমানখালী বাজার কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক হোসেন জানান, পানের বরজে ব্যবহারের জন্য বিভিন্ন গ্রাম থেকে কিনে এসব পাটকাঠি গাদা করে সংরক্ষণ করা হয়। এগুলো আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী গাংনী থানার পানচাষিদের কাছে বিক্রি করা হয়। একমাস আগে প্রায় ৫০ লাখ টাকার পাটকাঠি কিনে তা বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে আসমানখালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নওশেদ আহমেদ জানান, পুলিশের পক্ষ থেকেও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপী তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাজারে গাদা করে রাখা ৮-১০ জনের প্রায় দেড়কোটি টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়