১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মাঠ থেকে মিজানুর রহমান মিলন নামে প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরাদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মিজার দিঘির পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহতের বাবা নজরুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। মাস দুয়েক হলো দেশে ফেরত আসে। দেশে এসে তার পাঠানো টাকা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কলহ তৈরি হয়। পরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। মিলনের সঙ্গে যোগাযোগ করে না সে। আজ ভোরে মিলন বাড়ি থেকে বের হয়। মিলনের খোঁজ না পেয়ে সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এদিকে স্থানীয় কৃষকরা মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টের পর কিভাবে মিলন মারা গেছে তার প্রকৃত কারণ জানা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়