১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে দোলনের নৌকা সাথে রেজার নোঙ্গরের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

সুকুমার দাশ বাচ্চু/উৎপল মণ্ডল, কালিগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা ৪ আসন। ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের নির্বাচন এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে দোলনের নৌকা ও রেজার নোঙ্গর এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। ৭ জানুয়ারি ২০২৪ রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এ আসনে ৭ জন প্রার্থী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে লড়ছেন। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন (নৌকা )প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম) মনোনীত প্রার্থী

সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা (নোঙ্গর) প্রতীক এর মধ্যে । এই দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ জনগণ। তাদের প্রচার প্রচারণা গণসংযোগ ও জনসভা ছিল ব্যাপক। এ আসন থেকে আরো যারা প্রার্থী হয়েছেন তারা হলেন জাতীয় পার্টির মনোনীত মোঃ মাহবুবুর রহমান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, এনপিপির শেখ একরামুল, ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান। এরমধ্যে তৃণমূল-বিএনপি’র ড আসলাম আল মেহেদী ও বাংলাদেশ কংগ্রেস মোঃ শফিকুল ইসলামের কিছুটা প্রচার প্রচারণা চোখে পড়লেও অন্য প্রার্থীদের মাঠে পাওয়া বা দেখা যায়নি। প্রাপ্ত তথ্যে জানা গেছে সাতক্ষীরা ৪ সংসদীয় আসনে শ্যামনগর ১২ টি ইউনিয়ন ও কালীগঞ্জের ৮ টি ইউনিয়ন মোট ২০ টি ইউনিয়নের মোট ভোটকেন্দ্র ১৪২ ।এরমধ্যে শ্যামনগরের ৯১ টি ও কালীগঞ্জে ৫১ টি। ভোট কেন্দ্রের সংখ্যা স্থায়ী ৯২৭ অস্থায়ী ৫১ মোট ভোটের কক্ষ সংখ্যা ৯৭৮, মোট ভোটার সংখ্যা ৪৪ ২১ ৯৩ জন, এরমধ্যে পুরুষ ২২ ৩৪ ৩৪ জন, মহিলা ২১৮৭৫৫ জন, হিজড়া ৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়েছে। নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়