ঝিনাইদহ-৩ আসনের আ. লীগ প্রার্থীর জয়

0
27

আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহ-৩ (মহেশপুরÑকোটচাঁদপুর) আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জানাগেছে ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা কর্মাকার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল সতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা নিয়ে ৬৪ হাজার ৯শ ৯ ভোট পেয়েছে। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রহমান নাঙ্গল মার্কা নিয়ে ১হাজার ৮৫২ ভোট পেয়েছে এবং সতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ ঈগল মার্কায় ৫শ ৯৪ ভোট পেয়েছেন। ঝিনাইদহ-৩ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৬টি (মহেশপুর-১১২, কোটচাঁদপুর-৫৪)। মোট ভোটার ৪ লাখ ৩হাজার ১১৬জন। যার মধ্যে মহেশপুরে ২লাখ ৮১ হাজার ৬৭৯ ও কোটচাঁদপুরে এক ২১ হাজার ৪৩৭। উল্লেখ্য, গত চলতি মাসের ২তারিখে সতন্ত্র প্রার্থী মোঃ নবী নেওয়াজ সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীকে সমর্থন করেন।