ডিম্বাকৃতির ‘লাল কার্ড’ প্রদর্শন নিয়ে তুলকালাম

0
22

প্রতিদিনের ডেস্ক
ফুটবল খেলার সঙ্গে লাল কার্ড বেশ ভালোভাবেই জড়িয়ে আছে। কিন্তু ফুটবলপ্রেমীরা এতোদিন যে লাল কার্ড দেখে এসেছেন সেটার সঙ্গে এটা মেলানো ভার। হ্যাঁ, ইংলিশ এফএ কাপে প্রথমবার প্রদর্শিত হলো ‘ওভাল’ তথা ডিম্বাকৃতির লাল কার্ড। আর এটি নিয়ে ইংল্যান্ডে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটনের ম্যাচে। এদিন ম্যাচের অষ্টম মিনিটে ব্রেন্টফোর্ডের ক্রিস্টিয়ান নরগার্ডকে ট্যাকেল করেন উলভসের জোয়াও গোমেজ। রেফারি টন হ্যারিংটন দৌড়ে এসে লাল কার্ড দেখান। কিন্তু এই কার্ডটি অন্য কার্ডের মতো আয়তকার নয়। এটি ছিল ডিম্বাকৃতির। খেলোয়াড় প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি। পরে বুঝেন তাকে লাল কার্ড দেখানো হয়েছে। রাজ্যের বিস্ময় চোখে-মুখে নিয়ে মাঠ ছাড়েন তিনি। গোমেজকে যে ট্যাকেলের জন্য তিনি লাল কার্ড দেখান সেটা অতোটা গুরুতর ছিল না। বিনা দরকারে ফাউল করেছিলেন গোমেজ। এই ঘটনায় অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তুলতে শুরু করেছেন যে রেফারি কি পরিস্থিতি বুঝেই লাল কার্ড দেখিয়েছেন নাকি ডিম্বাকৃতির লাল কার্ডটিকে আলোচনায় আনার জন্য খামখেয়ালিপনার আশ্রয় নিয়েছিলেন? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এমন আকৃতির লাল কার্ড দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অবশ্য রেফারিজ ফোরাম এই ডিম্বাকৃতির কার্ড ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে। মূলত এই কার্ডটি চালু করা হয়েছে সেসব খেলোয়াড়দের সহযোগিতা করার জন্য যারা বর্ণান্ধ। অর্থাৎ কোনটা কি রঙ সেটা যারা আলাদা করতে পারেন না। শুধু তাই নয়, এটি রেফারিদেরও সহায়তা করার জন্য করা হয়েছে। কারণ, কোণা সম্পন্ন আয়তকার কার্ডের চেয়ে ডিম্বাকৃতির কোণাবিহীন কার্ড পকেট থেকে বের করা সহজসাধ্য। এবং হলুদ কার্ডের সঙ্গে একটি পার্থক্যও তৈরি করেছে এটি। অনেক সময় রেফারি হলুদ কার্ড বের করতে গিয়ে ভুলক্রমে লাল কার্ড বের করে ফেলেন। সেক্ষেত্রে পকেটে থাকা কার্ড বাছাই করতে সুবিধা হবে তাদের। এর আগেও কালেভাদ্রে দুই-একবার এমন আকৃতির কার্ড ফুটবলে ব্যবহৃত হয়েছে। তবে এফএ কাপের মতো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এবারই প্রথম ব্যবহৃত হলো এমন আকৃতির লাল কার্ড।