অবশেষে শামির স্বপ্নপূরণ

0
17

প্রতিদিনের ডেস্ক
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ এই ক্রীড়া সম্মান ক্রিকেটার শামিসহ মোট ২৬ জন ক্রীড়াবিদ পেয়েছেন। অর্জুন পুরস্কার হাতে নিয়ে এক প্রতিক্রিয়ায় শামি বলেন, দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি তার ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও অর্জুন পুরস্কার পায় না। অনেকের পুরো জীবন কেটে যায় এবং এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান। আরও বলেন, এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হলো। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল। শিরোপার আক্ষেপ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ রাঙিয়েছেন শামি। প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে একাদশেই জায়গা পাননি। পরে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি। শামির ঝুলিতে গেছে ৭ ম্যাচে ২৪ উইকেট। ভারতের বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। এমন পারফরম্যান্সের ফলই পেলেন এবার। গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির চোট এখনও সারেনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই।