খুলনা-৬ আসনের সংসদ সদস্য হিসাবে মোঃ রশীদুজ্জামানের শপথ গ্রহণ

0
27

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
১০ জানুয়ারী খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য হিসাবে মোঃ রশীদুজ্জামান মহান জাতীয় সংসদের শপথ গ্রহণ করেন। খুলন-২ আসনের এমপি শেখ সালাউদ্দীন জুয়েলসহ অন্যান্য এমপিদের সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সান্নিধ্য পেলেন। ৭ জানুয়ারী-২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একদিকে কালো টাকার প্রভাব ও অন্যদিকে দলের ভিতর-বাহিরের চরম বেঈমানী ও ষড়যন্ত্র মোকাবেলা করে পাইকগাছা-কয়রার তৃনমূল আওয়ামী’লীগের নেতা-কর্মী ও মেহনতী মানুষ স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’র উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে সুন্দরবন ঘেষা খুলনা-৬ আসনটি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট অনেক নেতা ও কোটি টাকার মালিকরা আপ্রান চেষ্টা করেও দলের টিকিট বঞ্চিত হয়ে মনোক্ষুন্ন হন। অনেকে নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামানের সাথে গোপালগঞ্জের টঙ্গীপাড়ার বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে, আবার অনেকে নৌকার নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে নৌকা ডুবাতে ঈগলে চড়ে আত্মঘাতী চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। সৌভাগ্য বলেন বা ইচ্ছা শক্তি ও কর্ম দক্ষতার ফল স্বরুপ স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটে মাঠ পর্যায়ের তৃনমুল নেতা মোঃ রশীদুজ্জামান বিপুল ভোটে জয়ী হয়ে আজ মহান জাতীয় সংসদে পৌঁছাতে পেরেছেন। এখন রশীদুজ্জামানের স্বাক্ষরিত পাশ নিয়ে সংসদের সেই দর্শক গ্ল্যালারীতে যাবার সুযোগ সৃষ্টি হয়েছে। এ জনপদের মানুষের প্রত্যাশা জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী টেকসই মজবুত বেঁড়িবাধ,উন্নত যোগাযোগ, মৎস্য চাষের পাশাপাশি লবনপানি মুক্ত শ্রমঘন শিল্প সমৃদ্ধ কৃষি ব্যবস্থা,মাদকমুক্ত, খবরদারী মুক্ত প্রশাসন ও সব ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছ্বতা নিশ্চিত করা। এ ক্ষেত্রে নির্বাচনী এলাকার উন্নয়নে দলের সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, এ্যাডঃ সোহরাব আলী সানা, সদ্য বিদায়ী সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রস্তাবিত বা রেখে যাওয়া ছোট-বড় কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহ ভবিষ্যতে নতূন- নতুন কর্মপরিধি প্রস্তুত করা জরুরী। অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে নৌকা প্রতিক নিয়ে রশীদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই প্রতিকের রাজনৈতিক দল আওয়ামীলীগের মাঠ পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করা তৃনমুল নেতা-কর্মী এখন সময়ের দাবি। মানুষের আস্থা ও বিশ্বাস আছে পুর্ব অভিজ্ঞতা নিয়ে রশীদুজ্জামান সকলের সহযোগিতা নিয়ে অসাধ্য সাধন করতে পারবেন। ৫ বছরে কতটুকু দুর্নাম বা সুনাম অর্জন করতে পারবেন সেটা দেখার প্রত্যাশায় নির্বাচনী এলাকার মানুষ।