লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা: স্ত্রী আহত

0
22

রেজাউল করিম, লোহাগড়া
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের লোকজন কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৫৭)কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী আসমা বেগম জানান, ‘শনিবার সকালে আমার স্বামী ওলিয়ার রহমান বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রুহুল মোল্যা ও রোকন মোল্যার নেতৃত্বে ১৫/২০ জন ধারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে ওলিয়ার রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ঠেকাতে গেলে সন্ত্রাসীরা আমাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেয়।’ এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রান্ত কুমার জানান, নিহত ওলিয়ারের শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে।