২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হলো ৪ হাজার বাসিন্দাকে এএফপি

প্রতিদিনের ডেস্ক
আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিনদাভিকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত ডিসেম্বরেও শহরটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। আজ রোববার ভোরের দিকে তার কাছেই অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের কারণে প্রায় চার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস এই কথা জানিয়েছে।
আইসল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন আরইউভি জানায়, অগ্ন্যুৎপাতের কারণে রাতভর শহরটিতে ভূকম্পন অনুভূত হয়। ভোরেই স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, অন্ধকারের মধ্যে কমলা রঙের লাভার উদ্‌গিরণ হচ্ছে। সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে।
গত দুই বছরের মধ্যে আইসল্যান্ডে পঞ্চমবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই অঞ্চলের অগ্ন্যুৎপাত হয়েছিল।
আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকের অদূরে গ্রিনদাভিক শহর জেলেপল্লি বলে পরিচিত। গ্রামটিতে প্রায় চার হাজার মানুষ বসবাস করেন। সতর্কতা হিসেবে নভেম্বরের ১১ তারিখে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর থেকে অল্প সময়ের জন্য সেখানে থাকার অনুমতি দেওয়া হয়। এরপর তাদের আবার সরিয়ে নেওয়া হলো।
আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সংখ্যায় সর্বোচ্চ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়