যশোর এমএম কলেজে হিন্দু শিক্ষার্থীদের মন্দিরের দাবি পূরণের আশ্বাস

0
25

নিপা সরকার
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এম এম কলেজ) প্রাঙ্গনে সনাতন হিন্দু শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মন্দিরের। ইতোপূর্বে বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষগণ এই বিষয়ে তেমন কোন উদ্যোগ গ্রহণ করেননি। ফলে বিভিন্ন কারণে দাবি আদায় পিছিয়ে গেলেও বর্তমান অধ্যক্ষের সময়ে মন্দির নির্মাণে আশার আলো দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। দীর্ঘদিন দেন দরবার করেও মন্দির নিমার্ণের কোন পদক্ষেপ নেয়া না হলেও সনাতন বিদ্যার্থী সংসদের সাথে জড়িত শিক্ষাথীরা হাল ছেড়ে দেননি। তাদের প্রাণের কলেজে মন্দির করার জন্য বিদ্যার্থীরা বিভিন্ন সময়ে বারংবার অধ্যেক্ষর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছনে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে, আজ ১৫ জানুয়ারি সকালে সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থীরা আবারও এই বিষয়টা তুলে ধরেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সাথে। এসময় অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় জানান, ‘ক্লাসরুমের সংকট থাকার জন্য এই মূহুর্তে প্রার্থনা কক্ষ প্রদান করা সম্ভব হচ্ছে না। যেহেতু শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব প্রদান করা হয়েছিল এবং নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে নতুন ভবন এর সূচনা হবে সাথে মন্দিরের জন্য একটি কক্ষ দেওয়া হবে। সুতরাং আশা করা যায় শীঘ্রই আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারবো।