ঝিকরগাছার কৃষকের দেড়বিঘা ফলন্ত বেগুন ও টমেটো ক্ষেত পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা

0
27

এমামুল হাসান সবুজ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার পল্লীতে রিয়াজউদ্দিন শিপন নামের এক কৃষকের দেড়বিঘা ফলন্ত বেগুন ও টমেটো ক্ষেত ঘাষপুড়া ঔষধ দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের ডহরমাগুরা গ্রামে আমতলা মাঠে। এ ঘটনায় রিয়াজউদ্দিন শিপন বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, ঝিকরগাছা পৌরসদরের কীর্তিপুর (কমিশনার পাড়া) গ্রামের মৃত-সহিদুল ইসলামের ছেলে উদ্যোক্তা রিয়াজউদ্দিন শিপন ডহর মাগুরা মৌজায় ডহর মাগুরা গ্রামে ০৪ বিঘা জমি লিজ নিয়ে কাঁচামরিচ, ক্যাপসিকাম, বেগুন, টমেটো ও শসাসহ বিভিন্ন চাষাবাদ করে আসছিল। এমতবস্থায় গত ১১জানুয়ারী রাতের কোন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শত্রæতা করে তার উক্ত জমির মধ্যে থেকে ১৫ শতক জমির ফলন্ত বেগুন ও ১৫ শতক জমির ফলন্ত টমেটা গাছে পোড়া তৈল (ঘাসমারা বিষ) প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে এসে ক্ষতিগ্রস্ত কৃষক ও উদ্যোক্তা রিয়াজউদ্দিন শিপন জানিয়েছেন, গত একমাসপূর্বেও তার ১০কাঠা জমির শসা একই ভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল। দু’দফায় তার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে চার লাখ টাকা বলেও জানান তিনি ।