বিএনপি নেতা আমিনুলকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

0
25

প্রতিদিনের ডেস্ক
বিএনপি নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সকালে আমিনুল হককে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সুমন।
উভয়পক্ষের শুনানি শেষে সোমবার পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় নতুন করে আমিনুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। এ মামলায়গুলোর মধ্যে দুই মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ রমনা থানায় নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হয়। সবমিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের ৯টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন ২ নভেম্বর আমিনুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশের এসআই ইউসুফ মিয়া।
অপরদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আমিনুলের জামিন বাতিল করে তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় পুনরায় গ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। শুনানি শেষে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।