৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

হাফ ভাড়া না নেওয়ায় বাস আটকে রাখলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

প্রতিদিনের ডেস্ক
হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের দুটি বাস আটকে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা এসব বাস আটকে কলেজের পাশে গলিতে নিয়ে যান।দুপুরে নিউ মার্কেট থানার অফিসার্স ইনর্চার্জ (ওসি) আমিনুল ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভাড়া নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস চালক ও হেলপারদের সঙ্গে ঝামেলা হয়েছে শুনেছি। শিক্ষার্থীরা দুটি বাস আটকে রেখেছে। আমরা বিষয়টি মিমাংসা করার জন্য দুই পক্ষকে ডেকে থানায় আসা হচ্ছে। দুই পক্ষের কথা শুনে বিষয়টি দ্রুত সমাধান করবো।’খোঁজ নিয়ে জানা গেছে, আজিমপুর উত্তরার দিকে চলাচলা করা বিকাশ ও ভিআইপি পরিবহনের কয়েকটি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলছেন, কলেজের সামনের রাস্তা দিয়ে বাসগুলো চলাচল করলেও তারা অনেক সময় হাফ ভাড়া নেয় না। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে বাসের স্টাফরা খারাপ ব্যবহার করেন। হাফ ভাড়া দিতে চাইলে বাসের মধ্যে অন্য যাত্রীদের সামনে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়। তাই তারা বাধ্য হয়ে বাস আটকে দেন।
বিষয়টি নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি। নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা এবং দুটি বাসের সংশ্লিষ্ট লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়