উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক মার্শ, খেলবেন ওয়ার্নার

0
24

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মিচেল মার্শকে প্রস্তুত করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। জমজমাট এই টুর্নামেন্টে তার হাতেই দলের নেতৃত্ব তুলে দিতে চায় অস্ট্রেলিয়া। যে কারণে, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মার্শকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বানিয়েছে বোর্ড। ঘরের মাঠে শক্তিশালী স্কোয়াডের সঙ্গে প্রথমবারের মতো অধিনায়কও হলেন মার্শ। এই সিরিজে খেলবেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে যোগ দেবেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে খেলা বাদ দিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথকে। এই তিনজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফিরবেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।