তাকে ছুঁয়ে দিতে পারিনি

0
41

মোমিন মেহেদী
আমার ইচ্ছে ছিল ছুঁয়ে দেবো;
ছুঁয়ে দেবো সারারাত;
ছুঁয়ে দেবো জীবনের প্রতিক্ষণে;
ছুঁয়ে দেবো পায়ের আঙুল
ছুঁয়ে দেবো টাখনুর গোড়া
তারপর ক্রমে ক্রমে
তার কিছু ওপরে
তারও কিছু ওপরে
ক্রমে ক্রমে নাভি
ছুঁয়ে দেবো তার ঠোঁটে জ্যোৎস্না
তার দু’টো চাঁদ
চাঁদের বুকে নদী…
আমি তাকে ছুঁয়ে দিতে পারিনি।
তার আগেই বিদায়ের বিবিধ কারণ…
প্রথমত
আমার উচ্চতা
দ্বিতীয়ত
আমার আর্থিক বর্তমান
তৃতীয়ত
সারারাত জেগে থাকি
এই অপরাধের কাঁধে চড়েই বিদায়ের চিঠি এসেছিল
আমি ছুঁয়ে দিতে পারিনি তার টোল পরা গাল
আমি ছুঁয়ে দিতে পারিনি তার মনের আকাশ
আমি ছুঁয়ে দিতে পারিনি তার কাজলআঁকা চোখ
আমি ছুঁয়ে দিতে পারিনি তার তিলপা এবং নাক
আমি ছুঁয়ে দিতে পারিনি তার নাকের শীর্ষস্থান
আমি ছুঁয়ে দিতে পারিনি তার বুকের ইজেল
আমি ছুঁয়ে দিতে পারিনি তার সুঠাম শরীর
আর এ কারণেই ছুটে যেতে চাই তার কাছে
যার কাছে জমানো আছে অসংখ্য স্মৃতি…