পাইকগাছায় বহুমুখী ফসল উৎপাদনে অবহিতকরণ কর্মশালা

0
31

আব্দুর রাজ্জাক বুলি,পাইকগাছা
স্মার্ট প্রযুক্তিতে পাইকগাছার লবনাক্ত এলাকায় এক ফসলী ও পতিত জমিতে বহুমুখি ফসল উৎপাদনের উপর অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তিতে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় কর্মশালায় জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তাবৃন্দ, সুফলভোগী কৃষকরাসহ সাংবাদিকরা অংশ গ্রহন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। জলবায়ুর পরিবর্তনের ঝুকি মোকাবেলায় খাদ্য সংকট মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে লবনাক্ত এলাকায় পতিত ও এক ফসলী জমিতে অধিক ফসল ফলানো,ঘেরের পাড়ে তরমুজসহ অন্যান্য সবজি চাষ,টেকসই জাত সম্প্রসারণ, মাটির সুরক্ষা ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার উপর বক্তব্য রাখেন কি নেট স্পিকার সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, সরকারী কর্মকর্তাদের মধ্যে সিদ্দিকুর রহমান তালুকদার,মোঃ শাহজান আলী শেখ, হাওলাদার, জয়ন্ত দাশ,মোঃ হাসিবুল ইসলাম,মৃদুল কান্তি দাশ, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিশ্বজিৎ কুমার দাশ,ধীমান মজুমদার,মোঃ এনামুল হক,রুবাইয়া, মোঃ আব্দুল্লাহ, জান্নাতুল ফেরদৌস,মোঃ,আতাউল্লাহ,মৃনাল সরকার ও শেখ তোফায়েল আহম্মেদসহ সংবাদকর্মীরা।