খুবিতে স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
22

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন’ শীর্ষক এক প্রশিক্ষণ ৫ ফেব্রুয়ারি (সোমবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তৃতা করেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের সাইকোলজিস্ট মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি (ডিইসিপি) বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম এবং খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এস এম সাইফুল ইসলাম। এ প্রশিক্ষণে বিভিন্ন ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ৪র্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের ১৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।