গাবুরার সোরা এলাকার নদীর চরের গাছ কাটায় ২০ জনের নামে মামলা

0
15

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আইলায় বিধস্ত দ্বীপ ইউনিয়ন গাবুরা চাঁদনি মূখা এলাকার মসজিদে মাইকিং করে চর বনায়নের গাছ কাটার অভিযোগে ২০ জনের নামে মামলা হয়েছে।গাবুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল বাদী হয়ে গত ২৯ জানুয়ারি শ্যামনগর থানায় মামলা করেন বলে জানা যায়।আইলা-পরবর্তী সময়ে লোনা পানির আগ্রাসনে দ্বীপবেষ্টিত ইউনিয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় ওই ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশের বেড়িবাঁধ এবং নদীর চর বনায়ন করা হয়।কিন্তু স্বার্থান্বেষী মানুষের কারণে বনায়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। পরিবেশ বান্ধব চরের গাছ কাটার প্রতিবাদে স্থানীয় জনগোষ্ঠী এবং পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান। পরিবেশবাদী ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।তিনি বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগে ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা সূত্রে জানা যায়,গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে।বেড়িবাঁধের কাজ করতে গিয়ে খোলপাটুয়া নদীর পারে থাকা বিভিন্ন প্রজাতির চার হাজারের বেশি গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সকাল হলেই মসজিদের মাইকে প্রচার করে বনায়নের গাছ কাটার উৎসবে নামেন এলাকাবাসী বরে জানা যায়।