শ্যামনগরে জেন্ডার রূপান্তর মূলক পন্থা ও পরিবেশ তত্ত্বাবধায়ন সম্পর্কে সংলাপ

0
16

উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগরে জেন্ডার রূপান্তর মূলক পন্থা ও পরিবেশ তত্ত্বাবধায়ন সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং বেডস্ এর আয়োজনে ইকোম্যান প্রকল্পের অধিনে শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হল রুমে সংলাপ হয়।সংলাপে অংশ নেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আব্দুর রউফ,বিকাশ চন্দ্র,শহিদুল ইসলাম,মহতাব উদ্দিন,আবিদ হোসেন,আজিজুল ইসলাম মকন্দ পাইক,ওমারনী,ফতেমা খাতুন সংবাদ কর্মী মাসুম বিল্লাহ,ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ,ইয়ুথ নেট সাতক্ষীরা সমন্বয়ক ইমাম, বনজীবী যুব সংগঠনের শামিম প্রমূখ। প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্যে বলেন ইকোমেন প্রকল্পের কাজ আমাদের উপকূলীয় অঞ্চলের জন্য অধিক প্রয়োজন আমাদের সমাজের নারীদের অধিকার নিয়ে কাজ করছেন এবং পরিবেশ সংরক্ষণেও তাদের ভুমিকা লক্ষনীয়। এবিষয়ে, ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন আমাদের ইকোম্যান প্রকল্পের কাজ সাতক্ষীরা সহ ৪ জেলায় কাজ চলছে,জেন্ডার রুপান্তরমূলক পন্থা ও পরিবেশগত তত্ত্বাবধান সম্পর্কে প্রতান্ত এলাকায় মানুষেদের সমাজিক সচেতনতা বৃব্দি নিয়ে কাজ করছে আমাদের কাজে আপনাদের সহযোগিতা করবেন।