কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান

0
16

সোহাগ আলী ,কালীগঞ্জ
সম্প্রতি ঝিনাইদহ জেলায় রেজিস্ট্রেশন বিহীন অবৈধ গাড়ির ব্যবহার বেড়ে গেছে। যানবাহনগুলো নিয়ম না মেনে চলাচল করায় বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা।এতে করে সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। সড়কে বৈধ যানবাহন চলাচল এবং শৃঙ্খলা ফিরাতে জেলা ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ নীমতলা স্ট্যান্ড এলাকায় এই অভিযান চলে। এ সময়পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ঝিনাইদহ ট্রাফিক বিভাগের টিআই মশিউর রহমান জানান,সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র,ইন্স্যুরেন্স,ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৩৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১২ টি মামলা দেওয়া হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন টিআই মোস্তবা, সার্জেন্ট মাজেদ. সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শুভ্র ও সার্জেন্ট মুরাদ।