২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫

0
22

প্রতিদিনের ডেস্ক
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৫ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৯ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪০ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৬৬।