জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে দেশ সেরা পুরস্কার পেল খুলনার জায়ান

0
16

খুলনা প্রতিনিধি
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এ সময় তিনি ২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ‘ক’ বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী খুলনার জায়ান খানের (১০) হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে আটটি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অর্জন করে। ২০২৩ সালের ২৯ জুলাই বাংলাদেশ শিশু একডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। জায়ান খুলনার নেভি অ্যাংকর স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্র। জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিজ সুলতানার একমাত্র সন্তান। দেশ সেরা পুরস্কার পাওয়ায় জায়ান ও তার পরিবারের সদস্যরা এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ও জায়ানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা-ধন্যবাদ জ্ঞাপন করেছেন।