খুবির ফার্মেসী ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

0
21

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায়। স্বাগত বক্তৃতা করেন প্রফেসর ড. মো. মেহেদী হাসান। এ সময় আরও বক্তৃতা করেন সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেজ সরদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন ২০ ব্যাচের রাফি তাহিয়াত, ২১ ব্যাচের আবদুস সবুর ও ২২ ব্যাচের আলিফ মাহমুদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।