মণিরামপুরে পুলিশের উপর হামলা ৯ জনের বিরুদ্ধে মামলা: আটক ৩

0
63

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুর পৌর শহরে কাপড়ের দোকান ভাংচুর ও পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পৃথক দুই মামলা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে পৌরশহরের কাপড় ব্যবসায়ী মোশাররফ হোসেন ও থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবু বক্কর বাদী হয়ে পৃথক এই মামলা দুটি করেন। দুই মামলার মধ্যে মোশাররফ হোসেনের করা মামলায় ৬ জনকে ও এসআই আবু বক্কর সিদ্দিকের করা মামলায় ৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। দুই মামলায় ১৫ থেকে ২০ জন করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এছাড়া মণিরামপুর পৌরসভার কামালপুর-আংশিক বিজয়রামপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার ও দুর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডের কাউন্সিলর আদম আলীকে দুই মামলায় আসামি করা হয়েছে। এদিকে সোমবার রাতে ঘটনাস্থল থেকে পুলিশ মোজাফ্ফার হোসেন, শরিফ হোসেন ও শাহ আলম নামের ৩ জনকে আটক করেন। এরপর রাতভর পুলিশি অভিযান চালায়। আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় রাতের অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে পুলিশ জানায়। দুই মামলার তদন্ত কনর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, যশোরের মনিরামপুর শহরে পুলিশের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন এসআই আবু বক্কর। এঘটনার পর পুলিশ অভিযান চালিযে ৩ জনকে আটক করেছে।এ বিষয়ে আহত এসআই বক্কার জানান, তারা খবর পান কমিশনার বাবুল ও আদমের নেতৃত্বে শতাধিক লোক মোশাররফ নামের এক শাড়ী ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। এসময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে মণিরামপুর থানার ওসির নির্দেশে তিনি ঘটনাস্থলে যান। তাকে দেখেই বাবুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তার উপর হামলা চালান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে আটক করা হয়েছে।