প্রণোদনার পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী ঝিকরগাছার কৃষক মিকাইল হোসেন

0
10

ঝিকরগাছা প্রতিনিধি
প্রণোদনার পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ঝিকরগাছার কৃষক মোঃ মিকাইল হোসেন। তিনি উপজেলার গদখালি ইউনিয়নের বোধখানা গ্রামের বাসিন্দা ও বোধখানা ব্লকের সফলচাষি মোঃ মিকাইল হোসেন। তিনি এবছর উপজেলা কৃষি বিভাগ থেকে প্রণোদনা পেয়ে ২৫ শতক জমিতে নাসিক রেড এন ৫৩ পটলের ক্ষেতে সাথী ফসল হিসাবে চাষ করেছেন। কৃষক মিকাইল হোসেন জানান, বোধখানা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আইয়ুব হোসেনের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি অফিস থেকে এক কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি, এক বান্ডিল পলিথিন, এক বান্ডিল সুতালি ও জমি পরিচর্যার জন্য নগদ ২ হাজার ৮শত টাকা পেয়েছিলাম। দেশী পেঁয়াজের চেয়ে এই জাতের পিয়ার আকারে বড় হওয়ায় উৎপাদন বেশি হয়েছে এবং বাজার মূল্য বেশি হওয়ায় তিনি লাভবান হয়েছেন বলেও জানান। এছাড়া কৃষক মিকাইলের দেখাদেখি আরও অনেক কৃষক নাসিক রেড এন-৫৩ জাঁতের পেঁয়াজ চাষে উদ্ধুদ্ধ হয়েছে বলে জানাগেছে। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আইয়ুব হোসেন জানান, এবছর বোধখানা ব্লকে ১০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এছাড়া শীতকালিন পেঁয়াজের পাশাপাশি সারাবছর গ্রীষ্মকালিন পেঁয়াজ চাষ করা হয়। তিনি বলেন, চাষিদেরকে পেঁয়াজ চাষে উদ্ভুদ্ধ করণের মাধ্যমে বোধখানা ব্লকে পেয়াজের আবাদ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পেঁয়াজের রোগপ্রতিরোধ বিষয়ক পরামর্শ দিয়ে সার্বিস সহযোগিতা করা হয়।